বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে গেলেন কেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। দক্ষিণ আফ্রিকা টেস্টের কথা বিবেচনা করে তাদের সরিয়ে নিয়েছে বোর্ড।
উইলিয়ামসন-জেমিসনকে ফিট রাখতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলাচ্ছে না নিউজিল্যান্ড। তাদের বদলে দলে ডাক পেয়েছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আর উইলিয়ামসনের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা চাই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া টেস্টের আগে কেন উইলিয়ামসন ও কাইল জেমিসন ফিট থাকুক। মেডিক্যাল স্টাফ ও প্লেয়ারদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা তাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ইনজুরির কারণে এ বছরের অনেকটা সময় মাঠের বাইরে থেকেছেন উইলিয়ামসন। বিশ্বকাপেও কয়েকটা ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। তাই তাকে পুরোপুরি ফিট হওয়ার সুযোগ করে দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা জেমিসনও সুযোগ পাচ্ছেন রিহ্যাবিলিটেশনের।
ওয়ানডে সিরিজ শেষে নেপিয়ারে নিউজিল্যান্ড-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর। মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচ ২৯ ডিসেম্বর, শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।