বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতেই জয়। ওই তিন ম্যাচেই শুরুতে ব্যাট করতে হয়েছিল প্রোটিয়াদের। অন্যদিকে এক ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে ডাচদের বিপক্ষে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তাই বাংলাদেশের বিপক্ষে লক্ষ্য তাড়া যদি করতেই হয়, তাহলে জয়টা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘আমরা শুরুতে ব্যাটিং করেছি অনেক কিন্তু ততটা লক্ষ্য তাড়া করিনি। তাই এটা খুব চ্যালেঞ্জিং হবে আগামীকাল যদি লক্ষ্য তাড়া করতে হয়। আমরা চেষ্টা করবো শুরুতে ব্যাট করতে নেমে যা করি পরে নেমেও সেটা করতে।’
বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ, হেরেছে ৩টিতে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই এটাই মোক্ষম সুযোগ কিনা প্রতিশোধের? এমন প্রশ্নের জবাবে মার্করাম বলেন, ‘আমার মনে হয় না এমন কোন সময় এটি। আমরা বিশ্বকাপে দেখেছি যেকোন দলই আপনাকে হারিয়ে দিতে পারে যেকোন সময়। আপনি যদি কাউকে সম্মান না করেন তাহলে তারা আপনাকে পরাজয় উপহার দিবেই।’
বাংলাদেশ ম্যাচের পরেই প্রোটিয়াদের নামতে হবে ইংলিশদের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে মার্করাম বলেন, ‘আগামীকালকের ম্যাচে আমাদের জন্য সুযোগ রয়েছে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার যা আমরা ইংল্যান্ড ম্যাচে কাজে লাগাতে পারবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।