ঢাকাThursday , 9 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Sahab Uddin
November 9, 2023 9:59 pm
Link Copied!

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইয়ের এই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে ৬ টি ম্যাচ খেলার সুযোগ পাবে জামাল ভূঁইয়ারা। নিজেদের প্রথম ম্যাচই শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আসন্ন ম্যাচটির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে সকারুজরা।

আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নের অ্যামি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই এশিয়ান অঞ্চলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাটি রায়ানের নেতৃত্বাধীন দলে কাতার বিশ্বকাপে খেলা অনেকেই সুযোগ পেয়েছেন।

কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল অস্ট্রেলিয়া। যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে লড়াই করে হেরে গেছে গ্রাহাম আর্নল্ডের দল। শক্তিমত্তায় অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফিফার সবশেষ র‍্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে আছে সকারুরা। অন্য দিকে ১৮৩ নম্বরে আছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড:

গোলরক্ষক: জোয়ি গাউচি, অ্যাশলি মায়নার্ড-ব্রিওয়ার, ম্যাটি রায়ান (অধিনায়ক);

ডিফেন্ডার: আজিজ বেহিচ, জর্ডান বস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো সিরকাটি, লুইস মিলার, কি রাউলেস, হ্যারি সাউটার, রায়ান স্ট্রেইন;

মিডফিল্ডার: কিয়ানু বাক্কাস, জ্যাকসন আরভাইন, মাসিমো লুওনগো, কনর ম্যাটক্লিফ, আইডেন ও’নিল;

ফরোয়ার্ড: ব্র্যান্ডন বোরেল্লো, মারটিন বোয়েল, মিচ ডাক, ক্রেইগ গুডউইন, জেমি ম্যাকলারেন, স্যাম সিলভেরা, কুসিনি ইয়েঙ্গি।

কোচ: গ্রাহাম আর্নল্ড

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।