কি অসাধারণ ম্যাচটাই না খেললেন ডি কক। ১৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ৩৮২ রানে পৌঁছে দেন এই বা হাতি ব্যাটার। এমন বড় ইনিংসের সুবাদে প্রোটিয়ারাও পেয়েছে ১৪৯ রানের বড় জয়।
জয়ে ভূমিকা রাখার সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কারটাও ডি ককেরই প্রাপ্য। অথচ ম্যাচ শুরুর আগে কিছুটা নার্ভাস ছিলেন এই ব্যাটার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ডি কক বলেন, ‘আমি সকালে ম্যাচে নামার আগে কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু দিনটি আসলেই ভালো কেটেছে আমাদের। মাঠে আমরা দারুণ উপভোগ করেছি এবং দুই পয়েন্ট পেয়েছি।’
এত দারুণ ইনিংস খেলেও সন্তুষ্ট হওয়ার থেকে কিছুটা ক্লান্তিও জেঁকে বসেছে ডি ককের। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি সন্তুষ্ট হওয়ার থেকেও কিছুটা ক্লান্ত। আমার মনে হয়, আমরা দারুণ খেলেছি। প্রত্যেকেই প্রত্যেকের কাজটি করেছি। ক্লাসেন অসাধারণ একজন ক্রিকেটার। আমরা দুজন বেশ উপভোগ করেছি সময়টা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।