টেস্ট খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট। তার দুইদিন আগেই একাদশ ঘোষণা করেছে বাবররা।
সোমবার (১৯ আগস্ট) সামাজিক মাধ্যমে একাদশের তালিকা প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট। ৪ পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। একাদশে আছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররব শেহজাদ ও মোহাম্মদ আলী।
এই ম্যাচে ওপেনার হিসেবে থাকছেন আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। আর তিন নম্বর ব্যাটার হিসেবে নামবেন অধিনায়ক শান মাসুদ আর চার নম্বরে বাবর আজম। মিডল অর্ডার ব্যাটার হিসেবে সাউদ শাকিলের সঙ্গে আরও আছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা।
পাকিস্তান একাদশ-
আবদুল্লাহ শফিক, সাইয়িম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।