ব্যাটিংয়ে শেষদিকে নেমে ৯ বলে অপরাজিত ২৯, বল হাতে ২০ রানে ৪ উইকেট, সঙ্গে আছে চারটি গুরুত্বপূর্ণ ক্যাচও। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-ফরচুন বরিশালের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক কুর্তিস ক্যাম্ফার।
আয়ারল্যান্ড থেকে এসে বাংলাদেশের একদম ভিন্ন কন্ডিশনকে নিজের বানিয়ে নিয়েছেন। রহস্য কী? ক্যাম্ফার তো বাংলাদেশকে তার দ্বিতীয় বাড়িই আখ্যা দিয়ে বসলেন।
ক্যাম্ফার মনে করেন, দিনটি তার ছিল। দলের জন্য পারফর্ম করতে পেরে বেশ খুশি এই অলরাউন্ডার। ভালো করার পেছনে বিপিএল শুরুর আগে ট্রেনিং ক্যাম্পে কয়েকদিন প্রস্তুতির বড় ভূমিকা দেখছেন তিনি।
গতবারও খেলেছেন বিপিএলে। আবার আয়ারল্যান্ডের হয়ে সিরিজ খেলতে এসেছিলেন বাংলাদেশে। বাংলাদেশের বিরূপ কন্ডিশনে খেলা একজন আইরিশ ক্রিকেটার হিসেবে তাকে কতটা সাহায্য করেছে?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেন ক্যাম্ফার। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই এটা খুব ভালো ব্যাপার। এখানে অনেক ম্যাচ খেলেছি। সম্ভবত ২৫টা ম্যাচ খেলা হয়ে গেছে বাংলাদেশে। একজন খেলোয়াড় হিসেবে বেড়ে উঠায় এটা খুব কাজে দিচ্ছে।’
ক্যাম্ফার যোগ করেন, ‘আমার কমফোর্ট জোনের বাইরে (বিরূপ কন্ডিশন) এসে বাংলাদেশে খেলা। আসলে এই দেশটাকে আমি বলতে গেলে নিজের দ্বিতীয় বাড়ি মনে করি। কারণ অন্য যে কোনো জায়গার থেকে আমি এখান বেশি সময় কাটিয়েছি।’
বাংলাদেশের সংস্কৃতি, মানুষের প্রেমেও পড়েছেন ক্যাম্ফার। তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি, ক্রিকেটের প্রতি ভালোবাসা। আমার খেলার উন্নতি করা, শেখা। আমি বলছি শুধু ক্রিকেট মাঠেই নয়, এ দেশের সংস্কৃতি, মানুষ এবং সবকিছু। আমার কেমন লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।