ঢাকাTuesday , 13 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের পাকিস্তান সফর পেছালো দুদিন

BDKL DESK
May 13, 2025 9:31 pm
Link Copied!

পিএসএলের নতুন সূচী প্রকাশের পর থেকেই সংশয় শুরু হয়েছিল বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। ভারত-পাকিস্তানের সংঘাতের জেরে স্থগিত হয়ে যাওয়া পিএসএল চালু হচ্ছে ১৭ মে থেকে। যার ফাইনাল হবে ২৫ মে। এই তারিখেই বাংলাদেশের সঙ্গে ফয়সালাবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। এখন নতুন সূচী অনুযায়ী এই সিরিজ শুরু হবে দুদিন পর, অর্থাৎ ২৭ মে।

এই সফরে বাংলাদেশ খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন সূচি অনুসারে, সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ মে ফয়সালাবাদে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সিরিজের শেষ তিন ম্যাচ ১, ৩ এবং ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর ফলে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচিতেও আসছে পরিবর্তন। আসন্ন পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি সংশোধিত ভ্রমণসূচিও পাঠিয়েছে পিসিবি। এর আগে আরব আমিরাতে গিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন লিটন-মেহেদিরা। আগামী ১৭ ও ১৯ মে শারজাতে এ ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে। এই সিরিজ দিয়েই বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন লিটন দাস।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি:

২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

আমিরাত ও পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদি (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।