সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবারের মতো ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তবে লড়াই কম করেনি নিউজিল্যান্ডও।
যদিও হারতে হয়েছে তাদের। তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দেখানো পথেই হেঁটে জয় তুলে নিতে চায় তারা।
সিলেট থেকে মিরপুরের পিচ স্পিন সহায়ক হওয়ায় নিজেদের বেশিরভাগ পেসারকে বিশ্রামে রাখতে পারে নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি। এসময় স্পিনার ইশ সোধি জানা পরবর্তী টেস্টে তাদের লক্ষ্যের কথা।
তিনি বলেন, ‘সিলেটে প্রথম টেস্টের হার মেনে নেওয়া অবশ্যই কঠিন। তবে আমি মনে করি এই হার থেকে আমরা আরও ভালো কিছু করতে পারবো। নিজেদের আসল রূপ ফিরে পাবো। আমি মনে করি বাংলাদেশ যেভাবে খেলেছে, তারা আমাদের পরাজিত করেছে। এর মাধ্যমেই এই কন্ডিশনে কিভাবে খেলতে হবে, তার একটি ব্লুপ্রিন্ট পেয়ে গেছি। পরবর্তী টেস্ট ম্যাচে একই কাজ আমরা করবো। ’
এছাড়া পরবর্তী ম্যাচ জয়ের জন্য অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে জানিয়েছেন সোধি। কিউই এই লেগ স্পিনার বলেন, ‘আপনারা জানেন আগের ম্যাচে আমরা হেরেছি। যদিও অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল। যারা সবকিছুই করেছে। আমরা এটাও জানি পরবর্তী ম্যাচে কিভাবে খেলতে হবে। আর আশা করছি ভালো কিছুই করতে পারব। ’
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে আগামী বুধবার (৬ ডিসেম্বর) থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।