ঢাকাWednesday , 25 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের ঘুমিয়ে থাকা ক্রিকেটকে জাগিয়ে তুলতে চান বিসিবি সভাপতি

BDKL DESK
June 25, 2025 10:28 pm
Link Copied!

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) দেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ হবে। দীর্ঘ এই সময়ে কিছু ঐতিহাসিক জয় এলেও, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি। এর প্রধান কারণ হলো দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের দুর্বল অবকাঠামো ও মাঠ ব্যবস্থাপনার সমস্যা।
ফারুক আহমেদকে সরিয়ে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের সমস্যা দূর করতে কাজ শুরু করেছেন। যার প্রেক্ষিতে সাদা পোশাকের রজতজয়ন্তী উদযাপনে সাত দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।

বুধবার (২৫ জুন) রাজধানী ঢাকার ধানমন্ডিতে রিয়া গোপী নারী স্পোর্টস কমপ্লেক্সে টেস্টের রজতজয়ন্তী উদযাপনের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে সাংবাদিকদের তিনি জানান, টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এই আয়োজনের মূল লক্ষ্য দুটি। এক, টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন; দুই, যেসব অঞ্চলে ক্রিকেট কার্যত ঘুমিয়ে ছিল, সেখানে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়া।’

তিনি জানান, দেশের ৬৪টি জেলায় সিনথেটিক টার্ফ বসানোর পরিকল্পনা রয়েছে। এতে করে একই মাঠে ক্রিকেট ও ফুটবল দুটো খেলাই চালানো সম্ভব হবে, জায়গা ও খরচও কম লাগবে। এছাড়া, প্রতিটি জেলায় থাকা বিসিবি কোচদের দক্ষতা মূল্যায়ন করে মাঠ পর্যায়ে শক্তিশালী কোচ তৈরি করতেও কাজ চলছে।

বুলবুল বলেন,’মিরপুরে বসে সারাদেশের উন্নয়ন সম্ভব না। তাই উপজেলা পর্যায়ে কার্যকর কোচ তৈরির মাধ্যমে জাতীয় দলে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই।’

বোর্ডের অতীত কর্মকাণ্ড নিয়ে বিতর্কে না গিয়ে, তিনি ভবিষ্যতের জন্য টেকসই কাঠামো গড়ার ওপর জোর দেন। বুলবুল বলেন, ‘আমরা এমন একটি মানদণ্ড তৈরি করতে চাই, যা পরবর্তী প্রজন্ম অনুসরণ করতে পারবে। আমরা কেউ স্থায়ী না, কিন্তু একটি শক্ত ভিত রেখে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই সংস্করণটিকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা, উন্মাদনা এবং খেলোয়াড় হওয়ার স্বপ্ন সামনে রেখে আমরা কাজ করছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।