গতকাল বাংলাদেশে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। যদিও আইনজীবীর মাধ্যমে বিসিবিকে জবাব দেওয়ার কথা জানিয়েছেন এই লঙ্কান। তবে কার্যত বাংলাদেশ দলের দায়িত্বে আর থাকতে পারছেন না হাথুরুসিংহে। তাঁর পরিবর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন ফিল সিমন্স।
নতুন দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টা আগেই বাংলাদেশে এসেছেন সাবেক ক্যারিবিয়ান এই ক্রিকেটার। ঢাকায় এসেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও চলে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ান কোচ। বাংলাদেশ দলের কোচিং প্যানেলে থাকা অন্য সদস্যদের পাশাপাশি মিরপুরে আজ অনুশীলন করতে থাকা খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্বটাও সেরে নিয়েছেন।
এত দ্রুত ফিল সিমন্সের বাংলাদেশে আসার একমাত্র কারণ আসন্ন টেস্ট সিরিজ। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ। সেই সিরিজ দিয়েই বাংলাদেশ অধ্যায় শুরু হবে সিমন্সের।
ক্যারিবিয়ান এই কোচে বাংলাদেশে আসার দিনে শান্ত-লিটনদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও ঢাকায় পৌঁছেছে। টেম্বা বাভুমার নেতৃত্বে প্রোটিয়া দল বাংলাদেশ আসলেও প্রথম টেস্টে খেলছে না তিনি। চোটের কারণে এই ডানহাতি ব্যাটসম্যান প্রথম টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে মিরপুর টেস্টে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।