ঢাকাWednesday , 4 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের কাছে হেরে লজ্জিত ওয়াসিম আকরাম

BDKL DESK
September 4, 2024 10:35 pm
Link Copied!

বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারের দুঃখ সামলে ওঠার আগেই জোড়া আঘাত পেয়েছে পাকিস্তান। শুধু ম্যাচ নয়, সিরিজ হেরেছে তারা। এবং ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জাও পেতে হয়েছে তাদের। এত বড় ধাক্কা সামলে উঠতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা।

গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছে স্বাগতিক দল। দুই টেস্টেই বেশ ভালো অবস্থানে থেকেও হার মেনেছে পাকিস্তান। এ লজ্জা মানতে পারছেন না ওয়াসিম আকরাম।

ঘরের মাঠে ২০২১ সালের পর থেকেই জয়হীন পাকিস্তান। সর্বশেষ ১০ টেস্টের ৪টি ড্র করেছে, হেরেছে বাকি ছয়টিতে। গত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসায় গ্রুপপর্বেই বাদ পড়েছে।

পাকিস্তান ক্রিকেট নিয়ে তাই আপাতত হতাশ সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। কিংবদন্তি ফাস্ট বোলার বলেছেন, ‘এটা অনেক বড় ধাক্কা এবং আমাদের ক্রিকেট এখন যুগ সন্ধিক্ষণে আছে। একজন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে এবং এই খেলা ভালোবাসে-এমন একজন হিসেবে ওরা যেভাবে ভালো অবস্থা থেকেও হেরেছে, তাতে লজ্জিত। আমি বুঝতেই পারছি না, কীভাবে এটা সম্ভব।’

এমন হারে দেশের ক্রিকেট নিয়েই আকরামের মনে সন্দেহ জাগছে, ‘আমরা ঘরের মাঠে নিয়মিত হারছি এবং এটা আমাদের ক্রিকেটের মান সম্পর্কে সব বলে দিচ্ছে।’ ঘরের বাইরেও যে খুব একটা ভালো খেলছে তারা, এমন না। বছরের শুরুতেই অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

সাবেক ব্যাটসম্যান বাসিত আলী পূর্বসূরিদের নিয়ে বেশ কড়া কথাই বলেছেন, ‘মানুষ ক্রিকেট ঘৃণা করতে শুরু করেছে। বাংলাদেশে আমাদের আয়নায় দেখিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের অবস্থান কোথায়। বলা হয়, জয়-পরাজয় খেলার অংশ, কিন্তু এটা ভয়ংকর ধাক্কা।’

বর্তমান দলকে পাকিস্তান জাতীয় দল বলতেও রাজি নন বাসিত, ‘পাকিস্তান দল হিসেবে খেলেনি, খেলোয়াড়দের বিচ্ছিন্ন মনে হয়েছে। এটা লজ্জাকর ও দুঃখজনক যে, এটাই পাকিস্তান দল।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।