ঢাকাSaturday , 7 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের কাছে হেরে মাঠকে দুষছেন আফগান কোচ

Sahab Uddin
October 7, 2023 11:46 pm
Link Copied!

প্রতি বিশ্বকাপেই অনেক আশা নিয়ে আসে আফগানিস্তান। কিন্তু শেষ পর্যন্ত প্রতি বিশ্বকাপেই তাদের ফিরতে হয় খালি হাতে। ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও জয় আশা করছিল তারা, কিন্তু টাইগারদের দাপটে তারা টিকতেই পারেনি।

১৫৬ রানে অলআউট হয়ে ৬ উইকেটের পরাজয় সঙ্গী হয়েছে আফগানদের। এই হারের পর ধর্মশালার মাঠের বাজে আউটফিল্ড নিয়ে সমালোচনা করেছেন আফগানিস্তান কোচ জোনাথন ট্রট।

ম্যাচের এক পর্যায়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বড় ধরনের ইনজুরির শঙ্কা জাগিয়েছিলেন মুজিব উর রহমান। তার মত বোলার ইনজুরিতে পড়লে সেটি হতো আফগানদের জন্য বড় ক্ষতি।

ট্রট বলেন, ‘যদি ফিল্ডাররা সিদ্ধান্তহীনতায় থাকে কোথায় ডাইভ দিতে হবে, কোথায় দিতে হবে না; তাহলে ব্যাপারটা অন্যরকম হলো। সারা বিশ্বে ক্রিকেটারদের শেখানো হয় কীভাবে ভালো ফিল্ডিং করতে হবে। কিন্তু যখন আপনাকে এমন মাঠে ফিল্ডিং করতে হয়, তখন সেটা বিপজ্জনক।’

প্রথম ম্যাচে ডেভন কনওয়েকেও এমন বাজে মাঠের সমস্যায় ভুগতে হয়েছিল মনে করিয়ে ট্রট বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে মুজিবের বড় রকমের কোনো হাঁটুর ইনজুরি হয়নি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কনওয়েকেও এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।’

‘আশা করি আয়োজকদের এই ব্যাপারটায় মনোযোগ দেওয়া উচিত। আমি কাউকে দোষারোপ করছি না। কিন্তু এটা (যদি ঠিক হয়) ভবিষ্যতে ভালো মাঠে ফিল্ডারদের জন্য আরো সহজ করে দিবে ভালো ফিল্ডিং করাটা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।