বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনায় মত্ত উপমহাদেশ। এরই মধ্যে চলছে বিশ্বকাপ ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাই পর্ব। আজ কিছুক্ষণ পর মালদ্বীপের রাজধানী মালেতে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল দলের একাদশে নিয়মিত ফুটবলার গোলরক্ষক জিকো, ডিফেন্ডার তপু ও ফরোয়ার্ড শেখ মোরসালিন মদ-কাণ্ডে এবার জাতীয় দলে ডাক পাননি। তাদের জায়গায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অন্যদের সুযোগ দিয়েছেন।
উঠতি গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডার শাকিলের অভিষেক হচ্ছে আজ। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই গোল বার সামলাবেন মিতুল। ডিফেন্সে তপুর পরিবর্তে ক্যাবরেরা আস্থা রেখেছেন শাকিলের উপর। মোরসালিনের জায়গায় খেলবেন ফয়সাল আহমেদ ফাহিম। এই তিন জন ছাড়া বাকি পজিশনে তেমন পরীক্ষা নিরীক্ষা করতে হয়নি কোচ ক্যাবরেরাকে।
ডিফেন্সে বিশ্বনাথ, তারিকের সঙ্গে রয়েছেন ইসা ফয়সাল। মধ্যমাঠে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূইয়া ও মোঃ হৃদয়। সঙ্গে রয়েছেন দুই সোহেল রানা। আক্রমণভাবে মূল নেতৃত্বে ফরোয়ার্ড রাকিব হোসেন।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক ), শাকিল, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, জামাল ভূইয়া, মোঃ হৃদয়, সোহেল রানা, রাকিব হোসেন, সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।