ঢাকাMonday , 5 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার

BDKL DESK
May 5, 2025 3:05 pm
Link Copied!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করেছেন রিশাদ হোসেন। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে এই রেকর্ড করেছেন তিনি।

গতকাল রোববার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে রিশাদের দল লাহোর কালান্দার্স। এই ম্যাচেই দুর্দান্ত রেকর্ডটি নিজের নামের পাশে লিখে নেন রিশাদ।

এ ম্যাচের আগে বাংলাদেশিদের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চউইকেটশিকারী ছিলেন মাহমুদউল্লাহ, সাকিব ও রিশাদ। সবারই তখন উইকেট ছিল সমান ৮টি। কিন্তু রোববার ১ উইকেট শিকার করে রিশাদের ঝুলিতে জমা পড়েছে মোট ৯ উইকেট।

রিশাদ ৯ উইকেট শিকার করেছেন মাত্র ৫ ম্যাচে। অন্যদিকে ৮ উইকেট শিকার করতে মাহমুদউল্লাহর ৯ আর সাকিবের লেগেছিল ১৪ ম্যাচ।

তবে রিশাদের রেকর্ড গড়ার দিনে লড়াকু পুঁজি নিয়েও হেরেছে লাহোর। গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ডিএলএস মেথডে খেলা নামিয়ে আনা হয়েছিল ১৫ ওভারে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে লাহোর। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে করাচি।

রোববার রিশাদ আউট করেন মারকুটে জেমস ভিন্সকে। তাকে সিকান্দার রাজার হাতের ক্যাচ বানান টাইগার লেগস্পিনার।

রিশাদদের দলের হয়ে ফখর জামান ৫১ (৩৩ বলে), মোহাম্মদ নাইম ৬৫ (২৯ বলে) ও আব্দুল্লাহ শফিক ১৮ রান করেন। বাকিদের কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি।

আর করাচির হয়ে ডেভিড ওয়ার্নার (১৩ বলে ২৪), টিম সেইফার্ট (১০ বলে ২৪), জেমস ভিন্স (১২ বলে ১৩) ,সাদ বাইগ (১৫ বলে ২৫) রান করে জয়ের পথে দলকে এগিয়ে দেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে দল জিতিয়ে মাঠ ছাড়েন ইরফান খান (২১ বলে ৪৮)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।