অনেক আশা নিয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন এলিটা কিংসলে। নাইজেরিয়ান বংশোদ্ভুত কিংসলের স্বপ্ন পূরণ হয় এই বছর সেশেলসের বিপক্ষে খেলে। এরপর থেকে লাল সবুজ দল থেকে দূরেই রয়েছেন তিনি। এবার তো পারফরম্যান্সের কারণে প্রিমিয়ার লিগেও খেলা হচ্ছে না। কোনও দলই কিংসলেকে নিবন্ধন করেনি।
গত লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন ৩৩ বছর বয়সী কিংসলে। ১৪ ম্যাচে ৮ গোল করে স্থানীয়দের মধ্যে শীর্ষেও ছিলেন। তবে আগের চেয়ে তার পারফরম্যান্স নিম্নমুখী।
কিংসলে বর্তমানে মায়ের অসুস্থতার জন্য নাইজেরিয়ায় আছেন। সেখান থেকে শুধু বলেছেন, ‘বাংলাদেশের ক্লাবে খেলা নিয়ে আমি কিছুই জানি না। কারও সঙ্গে যোগাযোগ হয়নি। এই মুহূর্তে আমি আমার অসুস্থ মায়ের পাশে রয়েছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’
আবাহনী লিমিটেডের ম্যানেজার নজরুল ইসলাম বলেছেন, ‘কিংসলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। তাই এবার দলে রাখা হয়নি। ও এবার কোনও দলেই খেলছে না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।