প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে র্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দলটি। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল বাংলাদেশকে উড়িয়ে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শনিবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য তাদের, জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।
বাংলাদেশকে তিন ম্যাচে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে যেতে পারলে দলের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হবে বলে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনে করেন। বৃহস্পতিবার ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র অধিনায়কের কথা শুনেই বোঝা গেছে, অল্পতে তুষ্ট হওয়ার মানুষ মোনাঙ্ক নন, ‘আমরা যদি (শনিবার) জিততে পারি, প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারবো। এটা অবশ্যই আমাদের সাহায্য করবে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে বোলারদের কৃতিত্ব দিয়েছেন উইকেটকিপার, ‘আমাদের বোলাররা খুব ভালো করেছে। আমরা লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলেছি। ছেলেদের জন্য সত্যিই গর্ব হচ্ছে। পাওয়ার প্লে এবং শেষ পাঁচ ওভারে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমরা কন্ডিশনটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি এবং তারা (বোলার) সঠিক সময়ে উইকেট এনে দিয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।