ঢাকাMonday , 16 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে ফাঁদে ফেলতে নতুন অস্ত্রে শান রোহিতের!

Sahab Uddin
September 16, 2024 11:40 pm
Link Copied!

রোহিত শর্মা আর পুল শট —এ দৃশ্য যেন চিরচেনা। হিটম্যানের একাধিক সতীর্থও অনেক সময় জানিয়েছেন, সে যখন পুল শট খেলেন, তা দেখার একটা আলাদাই অনুভূতি হয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট। আসন্ন সিরিজ সামনে রেখে চেন্নাইতে এখন টিম ইন্ডিয়ার প্রস্তুতি ক্যাম্প চলছে।
সেখানে গৌতম গম্ভীর, অভিষেক নায়ার, মরনে মর্কেলের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন। ওই প্রস্তুতি শিবিরে নেটে রোহিতকে দেখা গিয়েছে এক অন্য শট অনুশীলন করতে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নতুন অস্ত্রে শান দিচ্ছেন রোহিত।
বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা করার জন্য রোহিত শর্মা চেন্নাইয়ে প্রস্তুতি শিবিরের নেটে রিভার্স সুইপ অনুশীলন করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।
রোহিত পুল শট মারতে ওস্তাদ। কঠিন কঠিন সব ডেলিভারিতেও এ শটে অভ্যস্ত তিনি। কিন্তু তার এই রিভার্স সুইপ বেশ নজর কেড়েছে অনুরাগীদের। এবার দেখার বাংলাদেশের বোলারদের সারপ্রাইজ দিতে আর কী কী শট অনুশীলন করেন রোহিত এবং ম্যাচের সময় তার প্রভাব দেখা যায় কি না।
মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে শেষ বার টেস্টে খেলেছেন রোহিত শর্মা। দীর্ঘদিন লাল বলের ক্রিকেট থেকে দূরে রয়েছেন। একাধিক ভারতীয় ক্রিকেটার দলীপ ট্রফির প্রথম রাউন্ডে খেলেছিলেন। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা এবারের দলীপের প্রথম রাউন্ডে খেলেননি।
এই বিরতিতে অবশ্য রোহিত হাত গুটিয়ে বসে থাকেননি। টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখতে জিমে সময় কাটিয়েছেন। গৌতম গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ারের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করেছেন। টেকনিক নিয়ে কাজও করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।