বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানের জয় পেয়েছে পাকিস্তান। আর এই জয়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও বিশিষ্ট ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজা। তবে প্রশংসার পাশাপাশি বাংলাদেশের দলকেও তিনি একাধিকবার হেয় করেছেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে রমিজ বলেন, ‘পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ জিতেছে। মানছি যে এটা বাংলাদেশ এবং কোনো হেভিওয়েট দল না। কিন্তু পাকিস্তান দলের যে অবস্থা, এখন এই জয়ই অনেক গুরুত্বপূর্ণ।’
নতুন অধিনায়ক এবং কোচিং স্টাফের অধীনে এটি ছিল পাকিস্তানের প্রথম ম্যাচ। রমিজ মনে করেন, এই প্রেক্ষাপটে জয়টি দলটির আত্মবিশ্বাসের জন্য খুবই দরকার ছিল।
তবে নতুন কোচ মাইক হেসনের কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্নও তুলেছেন। ‘মাইক হেসন নতুন কোচ। তার ডাগআউট সামলানোর অভিজ্ঞতা আছে। কিন্তু ফাহিম আশরাফকে দিয়ে প্রথম ওভার করানো সঠিক সিদ্ধান্ত ছিল না। বড় দলের বিপক্ষে এমন সাইডস্টেপ করা যাবে না,’ বলেন রমিজ।
এছাড়াও তরুণ ব্যাটসম্যান হাসান নওয়াজের প্রশংসা করতে গিয়েও তিনি বাংলাদেশ দলকে হালকাভাবে দেখেছেন। ‘হাসান নওয়াজ পিএসএলে ভালো পারফর্ম করেছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সে আন্তর্জাতিক অঙ্গনে এসেছে। যদিও এটা বাংলাদেশ দল, আপনাকে সুযোগ দেবে, তবে আন্তর্জাতিক ক্রিকেটে চাপের বিষয়টি ভিন্ন,’ বলেন তিনি।
বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে রমিজ বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং-বোলিং খারাপ না। কিন্তু তাদের জন্য ২০০ রান করা কঠিন। কিছুদিন আগেই তারা আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছে। তাই চাপ সামলানোর জায়গাগুলো নিয়ে তাদের ভাবতে হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।