ঢাকাSaturday , 28 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

BDKL DESK
June 28, 2025 3:08 pm
Link Copied!

সময়ের হিসেবে চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস টিকল মাত্র ৩০ মিনিট। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ দিনের শুরুতেই ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। শ্রীলঙ্কার ঘূর্ণির ফাঁদে পড়ে ১৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, ফলে দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ৭৮ রানে হেরে যায় সফরকারীরা। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।
চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পঞ্চম বলেই আসে প্রথম ধাক্কা। ক্রিজে থাকা বাংলাদেশের শেষ ভরসা লিটন দাসকে ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া। ৪৩ বলে ১৪ রান করা লিটন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েও ব্যাটের কানায় লাগিয়ে বল তুলে দেন কুশল মেন্ডিসের গ্লাভসে।

প্রবাথের পরের ওভারে আরও বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এবার নাঈম হাসান। এগিয়ে এসে খেলতে গিয়ে প্রবাথের টার্ন করা বলেই পরাস্ত হন। উইকেটরক্ষক কুশল মেন্ডিসের দক্ষ স্টাম্পিংয়ে সাজঘরে ফেরেন তিনি, মাত্র ৫ রানে।

এরপর প্রবাথের ঘূর্ণিতে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তাইজুল ইসলাম। এটা ছিল জয়সুরিয়ার ইনিংসের পঞ্চম উইকেট। নিজের দারুণ স্পেলের শেষ রঙটা ছড়ান থারিন্দু রত্নায়েক, তার বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন ইবাদত হোসেন। শেষ পর্যন্ত মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে, কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও টস জিতে ব্যাটিং নিয়েছিল অধিনায়ক শান্ত। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা। সাদমান ইসলামের লড়াকু ৪৬, মুশফিকুর রহিমের ৩৫, লিটন দাসের ৩৪, তাইজুল ইসলামের ৩৩ এবং মেহেদী হাসান মিরাজের ৩১ রানের ইনিংস দলকে এনে দেয় মাত্র ২৪৭ রানের সংগ্রহ।

তবে বড় ব্যবধান তৈরি হয় বল হাতে। শ্রীলঙ্কার ব্যাটাররা খুব সাবলীলভাবেই নিজেদের ব্যাটিং করে যায় । সিরিজ ও ম্যাচসেরা পাথুম নিশাঙ্কা খেললেন অনবদ্য ১৫৮ রানের ইনিংস। অভিজ্ঞ দীনেশ চান্দিমাল যোগ করেন ৯৩ রান, কুশল মেন্ডিস করেন ৮৪। সব মিলিয়ে ৪৫৮ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস।

বাংলাদেশের হয়ে কিছুটা সান্ত্বনা এনে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যিনি ১৩১ রান দিয়ে শিকার করেন পাঁচটি উইকেট। নাঈম হাসান পান তিনটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে গতকাল তৃতীয় দিনের খেলা শেষে স্কোরবোর্ডে মাত্র ১১৫ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছিল ছয় উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।