অবসান হলো বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজন যুগ। টানা ৬ বছর দায়িত্ব পালন করে ঘরোয়া ফুটবলে ক্লাবটিকে সাফল্যের মালা পরানো এই স্প্যানিশ কোচ দায়িত্ব ছেড়ে দিয়েছেন। নিজের ফেসবুক পেজেই কিংসের সাথে সম্পর্ক ছিন্নের কথা বলেছেন এ বছর ট্রেবল জেতা এই কোচ।
গত মৌসুম শেষ হওয়ার পরই তার চুক্তি বাড়বে বলে গুঞ্জন ভাসছিল ফুটবল অঙ্গনে। তবে কিংসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিষয়টি কখনো খোলাসা করেননি। থাকছেন, থাকছেন না- এমন অনিশ্চয়তার মধ্যেই ঝুলে ছিল কিংসে অস্কারের ভাগ্য। শেষ পর্যন্ত টানা ৬ বছর আর ৭ হলো না। নতুন মৌসুমে নতুন কোচই দেখা যাবে চ্যাম্পিয়নেদের ডাগআউটে।
কিংসের সাথে সম্পর্ক ছিন্ন করে ক্লাবটিকে ধন্যবাদ জানিয়েছেন অস্কার। বলেছেন, ‘নিজেদের মধ্যে সফল আলোচনার মাধ্যমেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশই করছি ক্লাবের কাছে। আমি সব সময়ই বোঝাপড়ার সাথে বিচ্ছেদের বিষয়টির প্রশংসা করি।’
স্ট্যাটাসে কিংসের ডাগআউটে দাঁড়িয়ে জেতা শিরোপাগুলোর কথাও উল্লেখ করেছেন অস্কার। বিশেষ করে এ মৌসুমে ট্রেবল জয়কে তিনি দুর্দান্ত হিসেবে উল্লেখ করেছেন। এ জন্য তিনি নিজেক গর্বিতও মনে করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।