বরিশালের দ্বিতীয় নাকি চিটাগং-এর প্রথম? উত্তর দিতে অপেক্ষায় বিপিএল ফাইনাল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছুটির দিনে সবচেয়ে বড় ধামাকা হয়ে আসছে একাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। হোম অব ক্রিকেটে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এর মধ্যদিয়ে শেষ হবে ৪০ দিনের লড়াই। নিজ বিভাগ চট্টগ্রামের বিপক্ষে নামবেন তামিম। আশা বরিশালবাসীর সমর্থন পাবে দল, আর ব্যাটিং পাবে চাটগাঁবাসীর ভালবাসা।
আলোচনা- সমালোচনার মাঝে হঠাৎ ফটোসেশনের সিদ্ধান্ত! দু’অধিনায়ক নিজেও জানতেন না সন্ধ্যায় ট্রফি হাতে দাঁড়াতে হবে। তারপরও হাস্যোজ্বল তামিম ইকবাল ও মোহাম্মদ মিথুন।
দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ফরচুন বরিশালের। আর চট্টগ্রামের হাতছানি প্রথমের। ধারাবাহিক ক্রিকেট খেলে বরিশাল পেয়েছে ফাইনালের টিকিট। চট্টগ্রামের লোকাল বয় তামিম অথচ তার নেতৃত্বেগুণে ব্যাক টু ব্যাক শ্রেষ্ঠত্ব অর্জনের আশায় বরিশাল সমর্থকরা।
ম্যাচ ডের আগে বরিশালের পুরোদমে অনুশীলন। নিউজিল্যান্ড জিমি নিশাম যোগ দিয়েছিলেন প্রস্তুতিতে। বোলিংয়ের পর ব্যাটিং সেরেছেন এ কিউই। ফাইনাল ঘিরে ভিন্ন কোন পরিকল্পনা নেই অধিনায়কের।
একদিকে মুশফিক, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয় অন্যদিকে মায়ার্স, মালান, জিমি নিশাম, নবী, ফুলার. একাদশ নিয়ে মধুর সঙ্কটে বরিশাল।
অন্যদিকে বিশ্রামে ছিল চিটাগং কিংস। আসরে জুড়ে যে ফ্র্যাঞ্চাইজিটি বিতর্কিত মাঠের বাইরের নানা ইস্যুতে। প্রথবার শিরোপা জয়ের খুব কাছে বন্দরনগরী। ওদের আত্মবিশ্বাসের রসদ দ্বিতীয় কোয়ালিফায়ার। তবে স্পিনার এলিসের ইনজুরি টিম ম্যানেজমেন্টকে রেখেছে দুশ্চিন্তায়।
ফাইনালের আগে দু’দলের তিন দেখায় চিটাগং হেরেছে দু’বার। কিন্তু ওসব হিসাব কে মনে রাখবে? শেষ ভালো যার সব ভালো তার!
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।