আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সাদা পোশাকের ক্রিকেটে শত বছরের পুরোনো প্রথা ভাঙতে চলেছে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার গৌহাটি টেস্টে লাঞ্চের আগেই দেয়া হবে চা বিরতি!
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে মধ্যাহ্নভোজ (লাঞ্চ) ও চা বিরতির চিরাচরিত ক্রম উল্টে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ভারতের পূর্বাঞ্চলে দ্রুত সূর্যাস্ত হওয়ার কারণে দিনের আলো কাজে লাগাতে এবং সূর্যাস্তের আগেই খেলা শেষ করতে এই বিরতির ক্রমে পরিবর্তন আনা হয়েছে।
ঐতিহ্য অনুযায়ী টেস্ট ক্রিকেটে প্রথম বিরতি হিসেবে মধ্যাহ্নভোজ এবং দ্বিতীয় বিরতি হিসেবে চা বিরতিকে ধরা হয়। কিন্তু বর্ষাপাড়া স্টেডিয়ামে এই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সেখানেই এই প্রথায় পরিবর্তন আনা হলো।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, বর্ষাপাড়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়। ১১টা থেকে ২০ মিনিট পর্যন্ত চা বিরতি। এরপর দুই ঘণ্টা চলবে দ্বিতীয় সেশন। তারপর ৪০ মিনিটের লাঞ্চ বিরতি। আর দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে তৃতীয় সেশন।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায় যে গুয়াহাটিতে সূর্যোদয় আগে হলেও সূর্যাস্ত তুলনামূলকভাবে তাড়াতাড়ি হয়। এই কারণে চা বিরতির সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যেন কিছু সময় বাঁচানো যায় এবং ম্যাচে অতিরিক্ত সময় পাওয়া যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

