ঢাকাWednesday , 22 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বড় সুখবর পেলেন রিশাদ হোসেন

BDKL DESK
October 22, 2025 8:29 pm
Link Copied!

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষে এখন ১-১ সমতায় রয়েছে দুই দল। মিরপুরে চলমান এই সিরিজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই আলো ছড়িয়েছেন অলরাউন্ডার রিশাদ হোসেন। তারই পুরস্কার মিলেছে আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে।

বুধবার (২২ অক্টোবর) সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ২৩ বছর বয়সী রিশাদ হোসেন ওয়ানডেতে বোলিং ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। বাংলাদেশি এই লেগস্পিনার বোলিংয়ে ৬৫ এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন রিশাদ। এরপর বোলিংয়ে ১০ ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। এর আগে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ১৩ বলে ২৬ রান করার পর বল হাতে ৩৫ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রিশাদ। যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

সাম্প্রতিক সময়ে ব্যাট-বলে দারুণ সময় কাটানো রিশাদ ওয়ানডেতে বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে ৬৮ তম স্থানে উঠে এসেছেন। একইসঙ্গে বর্তমান ৪৩০ রেটিং পয়েন্ট রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা রেটিং ১৫১ পয়েন্ট নিয়ে ৮৭ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান এখন ৩৭তম স্থানে।

এদিকে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮তম এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম এবং দুই ধাপ এগিয়ে ৯৬তম হয়েছেন তানভীর ইসলাম। তবে তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮, শরিফুল ৩ ধাপ পিছিয়ে ৬১ এবং তানজিম সাকিব ৬ ধাপ পিছিয়ে ৭৩–এ নেমে গেছেন।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। ৭ ধাপ উন্নতির পর ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। এছাড়া মেহেদি মিরাজ ২ ধাপ এগিয়ে ৬৩তম ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই দলে ফেরা সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে উঠে এসেছেন। তবে অবনতি হয়েছে জাকের আলি ও লিটন দাসের। ৩ ধাপ পিছিয়ে জাকের ৭৮ ও ৭ ধাপ পিছিয়ে ৯১তম স্থানে আছেন লিটন দাস।

প্রসঙ্গত, আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষে তিনে আছেন শুভমান গিল, ইব্রাহিম জাদরান ও রোহিত শর্মা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে রাজত্ব রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানার। এ ছাড়া অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে আছেন আজমতউল্লাহ ‍ওমরজাই, সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।