র্যাঙ্কিংয়ে ১০৬ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। নিজেদের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই ইংলিশ কোচ। প্রাধান্য দিচ্ছেন তরুণ ফুটবলারদের।
চলমান ওমেন্স লিগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। জাতীয় দলের অধিকাংশ ফুটবলারই খেলছেন নাসরিন একাডেমির হয়ে। বাকিরা খেলছেন অন্যান্য দলে। লিগের ব্যস্ততার মাঝে নতুন করে বাড়তি চাপ নিতে হচ্ছে সাবিনা খাতুন-সানজিদা আক্তারদের। চলতি মাসের শেষ দিকে জাতীয় দলের খেলা থাকায় পিটার বাটলারের অনুশীলন ক্লাসেও হাজির থাকতে হচ্ছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের।
পরবর্তী ফিফা উইন্ডোতে র্যাঙ্কিংয়ে ১০৬ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফিফা উইন্ডোর ম্যাচ দিয়ে নারী ফুটবল দলের কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন পিটার বাটলার। লিগ চলায় ম্যাচের আগে অনুশীলন কাড়ানোর জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না ইংলিশ কোচ। তবে সেটা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।
এ প্রসঙ্গে পিটার বাটলার বলেন, ‘লিগ চলছে। আমি দলের সঙ্গে পর্যাপ্ত অনুশীলনের সময় পাচ্ছি না। নাসরিন একাডেমি এবং আতাউর রহমান ক্লাবে বেশিরভাগ ফুটবলার খেলে। তাই তাদের ম্যাচ চলাকালে অনুশীলন করানোটাও অযৌক্তিক। কিন্তু এটি আমার জন্য কোনো সমস্যা নয়। এই নিয়ে আমার কোনো অভিযোগও নেই।’
চিন্তার কারণ অবশ্য অন্য জায়গায়, আর সেটা হলো অনুশীলন ভেন্যু। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস অনুশীলন করায় সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। নারী লিগ চলমান থাকায় অনুশীলনেও ছাড় দিচ্ছেন বাটলার। নিজের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই ইংলিশ কোচ। দলে প্রাধান্য দিচ্ছেন তরুণ ফুটবলারদের।
বাটলার বলেন, ‘ট্রেনিংয়ে আমাকে একটু ছাড় দিতে হয়। কারণ তারা ক্লাবেও নিয়মিত অনুশীলন করছে যা তাদের জন্য বাড়তি চাপ। কিন্তু জাতীয় দলের ক্যাম্পে তাদের কঠোর অনুশীলন করতে হয়। কারণ এখানে পেশাদারিত্ব এবং নিয়মের বিষয় আছে। তরুণদের ওপর আমার আস্থা আছে। তাদেরকে সুযোগ দিতে চাই। কিন্তু আমাদের ক্লাব এবং জাতীয় দলের অনুশীলনে সামঞ্জস্য আনতে হবে। আমি যদি এক সপ্তাহ কিংবা ১০ দিনের জন্য সময় পাই সেটা আমার জন্য পর্যাপ্ত হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।