তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। বাফুফে ভবনের সামনে দাঁড়িয়ে হ্যাভিয়ের ক্যাবরেরাও অনুভব করছেন কতটা গরম পড়ছে ঢাকাসহ সারাদেশে। বাংলাদেশে আসা দুই বছরের মধ্যে এতটা তাপ অনুভব করেননি জাতীয় ফুটবল দলের এ কোচ।
ভীষণ গরমে নাকাল এ স্প্যানিয়ার্ড ছুটি শেষে ঢাকায় ফিরে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া এবং লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান। প্রিমিয়ার লিগসহ নানা কারণে দুটি ম্যাচের আগে বিশেষ কোনো ক্যাম্প নয় বলে সোমবার জানান ক্যাবরেরা, ‘আমার মনে হয় যতদিন এ দেশে এসেছি, এত গরম এবারই প্রথম দেখছি। খুব কঠিন অবস্থা। এবার অল্প কয়েক দিনের জন্য ক্যাম্প করতে পারি; কেননা ২৯ মে লিগ শেষ হবে।’
তিনি বলেন, ‘গত মার্চে আমরা অনেক দিনের ক্যাম্প করেছি। অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫টি সেশন করার সুযোগ পাব। এর পর আমাদের কাতার যেতে হবে। স্বাভাবিক ক্যাম্প হবে, বিশেষ কিছু নয়। পরিকল্পনা আছে ১ জুন খেলোয়াড়রা রিপোর্ট করবে এবং পরদিন থেকে মাঠের প্রস্তুতি শুরু হবে। বিপিএল শেষে এক-দুই দিন ছুটির পর ঢাকায় অনুশীলন করব। প্রস্তুতি ম্যাচের সুযোগ নেই। মার্চে ভালো ক্যাম্প হয়েছে। ছেলেরা বিপিএল খেলেছে, দলের সবাই ফিট আছে।’
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের এশিয়ান অঞ্চলে ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়া এবং ১১ জুন কাতারের দোহায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রিমিয়ার ফুটবল লিগের এখনও পাঁচ রাউন্ড বাকি। এর সঙ্গে চলছে ফেডারেশন কাপও। দুই প্রতিযোগিতার খেলা দেখে দল নির্বাচন করবেন ক্যাবরেরা। ২৬ জন নিয়ে দল সাজাতে চান। অস্ট্রেলিয়া এবং লেবাননের বিপক্ষে ম্যাচে নতুন কয়েকজনকে দেখা যাওয়ার ইঙ্গিত তাঁর। বাছাইয়ে সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি বসুন্ধরা কিংসের শেখ মোরসালিন ও তারিক কাজি। এরই মধ্যে কিংসের জার্সিতে মাঠে ফিরেছেন মোরসালিন। রিকভারির মধ্যে আছেন তারিক।
দু’জনের ইনজুরির আপডেটে স্বস্তি ক্যাবরেরার, ‘হ্যাঁ, তারা এই মুহূর্তে ভালো আছে। মোরসালিন আগের ম্যাচে খেলেছে। এটা ইতিবাচক দিক। বিশেষ করে তার জন্য। আমাদের জন্যও ইতিবাচক দিক। তারিকের কিছু ব্যাপার আছে। এখনও রিকভারির মধ্যে আছে। তার ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছি। নতুন মুখ দেখা যেতেই পারে। প্রিমিয়ার লিগে আরও ৫টি করে ম্যাচ আছে সব দলের। দেখা যাক নতুনরা বিশেষ কোনো পারফরম্যান্স করে কিনা। আমার দলে সৌদি আরবের ক্যাম্পে কয়েকজন নতুন প্রতিভাবান খেলোয়াড় ছিল। আমি তাদেরও দেখব। সামনে লিগের ম্যাচ আছে, ফেডারেশন কাপ আছে। দেখা যাক বিশেষ কোনো পারফরম্যান্স মেলে কিনা।’
কিংস অ্যারেনায় গত ২৬ মার্চ ইনজুরি সময়ের গোলে ফিলিস্তিনের কাছে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা। সেই ম্যাচে শেষ মুহূর্তে গোল হজমের পর ক্যাবরেরার টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেই প্রসঙ্গটি এলে সালাউদ্দিনের সমালোচনাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন ক্যাবরেরা, ‘এটা স্বাভাবিক, তিনি প্রেসিডেন্ট। তিন দল সম্পর্কে জানতেই চাইবেন। আমি নেতিবাচক কিছু দেখছি না। আমি তাঁর কথা শুনি, যিনি আমার কথা শোনেন। এটাই মূল বিষয়। আমাদের ভুল থেকে আমরা শিখি। ভুল থেকে শিখে পরের ম্যাচে তা শুধরে নিতে চাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।