দুদিন পর আবার ঢাকায় জেঁকে বসেছে শীত। সকাল থেকেই রাজধানীতে ছিল কুয়াশার দাপট। সেটা কমেনি বেলা একটায় এসেও। বিপিএলের পঞ্চম ম্যাচ মাঠে গড়াচ্ছে ফ্লাডলাইটের আলোতে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিং করবে ঢাকা। একাদশে পরিবর্তন আনেনি চট্টগ্রাম। ঢাকায় যুক্ত হয়েছেন অ্যালেক্স রস। দানুশকা গুনাথিলাকা, উসমান কাদির এবং চতুরঙ্গ ডি সিলভা বাকি তিন বিদেশি।
দুর্দান্ত ঢাকা একাদশ : তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাঈম, চতুরঙ্গা ডি সিলভা, উসমান কাদির, দানুশকা গুনাথিলাকা ও অ্যালেক্স রস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : শুভাগত হোম (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।