ঢাকাSunday , 8 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি গফ

BDKL DESK
June 8, 2025 1:28 pm
Link Copied!

ফরাসি ওপেন ২০২৫-এর নারী এককের ফাইনাল ছিল যেন টেনিস দুনিয়ার দুই তারকার মহাযুদ্ধ। কোর্টে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা এবং দুই নম্বর কোকো গফ। দীর্ঘ ২ ঘণ্টা ৩৮ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বিজয়ী হন মার্কিন তরুণী কোকো গফ। তিন সেটের এই ম্যাচে স্কোরলাইন ছিল ৬-৭ (৫/৭), ৬-২, ৬-৪।

এটি গফের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। এর আগে ২০২৩ সালে ইউএস ওপেনে প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন তিনি। মজার বিষয়, সেবারও ফাইনালে প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা, আর তখনও প্রথম সেট হেরে ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন গফ।

প্রথম সেটে দুর্দান্ত সূচনা করেছিলেন সাবালেঙ্কা। ৪-১ গেমে এগিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি গফ। সেটটিকে টাইব্রেকারে নিয়ে গেলেও শেষ পর্যন্ত সেটটি হাতছাড়া হয় তার। তবে দ্বিতীয় সেটে চিত্রটা ছিল পুরো উল্টো। গফের দাপটে একপ্রকার পাত্তাই পাননি সাবালেঙ্কা হেরে যান ৬-২ গেমে।

তৃতীয় ও শেষ সেটে দুজনেই লড়াই চালিয়ে যান সমানে সমান। কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখেন গফই, ৬-৪ গেমে জিতে ট্রফি নিজের করে নেন। সাবালেঙ্কা অবশ্য একাধিকবার ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, তবে সেসব চেষ্টায় পানি ঢেলে দেন গফের আত্মবিশ্বাসী পারফরম্যান্স।

এই জয়ের মাধ্যমে গফ যুক্তরাষ্ট্রের হয়ে ফ্রেঞ্চ ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হওয়া প্রথম খেলোয়াড় হলেন সেরেনা উইলিয়ামসের পর। সেরেনা ২০১৫ সালে শেষবার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। সেই ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন ২১ বছর বয়সী এই মার্কিন তরুণী।

ফাইনাল শেষে রানার্সআপ ট্রফি নিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি সাবালেঙ্কা। চোখের জলেই যেন তার হতাশার প্রকাশ ঘটল। কারণ, এটি ছিল তার প্রথম ফ্রেঞ্চ ওপেন জয়ের দারুণ সুযোগ, যা শেষ পর্যন্ত অধরাই থেকে গেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।