প্যারিসের রোলাঁ গারোয় রোববার (৯ জুন) ফ্রেঞ্চ ওপেনের ১২৩তম আসরের পুরুষ এককের ফাইনালে জার্মানির আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেন স্পেনের তরুণ কার্লোস আলকারাজ।
আলেক্সান্দার জভেরেভের বিপক্ষে ৪ ঘণ্টা ১৯ মিনিট লড়াই করলেন আলকারাজ। শেষ পর্যন্ত ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন স্পেনের এই টেনিস তারকা।
প্রথম সেটে জয়ের পর জভেরেভের কাছে টানা দুই সেট হেরেছেন আলকারাজ। এরপর ঘুরে দাঁড়ান ২১ বছর বয়সী আলকারাজ। আলকারাজের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১ ও ৬-২।
প্রথমবার ফরাসি ওপেন জিতলেও তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন আলকারাজ। এর আগে উইম্বলডন ও ইউএস ওপেন জিতেছেন তিনি। ২০২২ সালে ইউএস ওপেন এবং ২০২৩ সালে উইম্বলডন জিতেছিলেন আলকারাজ। এখন অস্ট্রেলিয়ান ওপেন বাদে সব গ্র্যান্ড স্লামই জেতা হয়ে গেল আলকারাজের।
এদিকে ফ্রেঞ্চ ওপেন জেতায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাফায়েল নাদাল, ইগা সুইতেক ছাড়াও আরও অনেকে। নাদাল তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এই বিশাল জয়ের জন্য তোমাকে অভিনন্দন। তোমার সাফল্যের জন্য আমি খুব খুশি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।