ঢাকাTuesday , 9 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফ্রান্স-স্পেনের ফাইনালে ওঠার লড়াই

BDKL DESK
July 9, 2024 6:23 pm
Link Copied!

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন স্পেন ও দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার (১০ জুলাই) মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে দুই দলের ফাইনালে ওঠার ম্যাচটি।
ফিফার বর্তমান র‍্যাংকিংয়ে স্পেন থেকে ছয় ধাপ এগিয়ে আছে ফ্রান্স। র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে অবস্থান ফ্রান্সের। বিপরিতে আট নম্বরে রয়েছে স্পেন। দুই দল এখন পর্যন্ত ৩৬ বারের মুখোমুখিতে স্পেন ১৬টি ও ফ্রান্স ১৩টি জয় পেয়েছে, ড্র হয়েছে বাকি ৭টি।

আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে আবার এগিয়ে ফ্রান্স। বড় আসরে এবারের সেমিফাইনাল হবে দুই দলের ষষ্ঠ লড়াই। প্রথম চারটির মধ্যে তিনটিই জিতে নেয় ফ্রান্স (১৯৮৪ ইউরোর ফাইনালে ২-০তে, ২০০০ ইউরোর শেষ আটে ২-১-এ ও ২০০৬ বিশ্বকাপের শেষ আটে ৩-১-এ)।

সর্বশেষ ২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে জিতেছে স্পেন। ১৯৯৬ ইউরোর গ্রুপ পর্বে দুই দলের লড়াইটা ড্র হয় ১-১ গোলে।

ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল হিসাব করলে আবার এগিয়ে স্পেন। টুর্নামেন্টটির পাঁচ আসরে সেমিফাইনাল খেলে চারটিতেই জিতেছে তারা। তাদের একমাত্র হারটি ২০২০ সালের ইউরোতে ইতালির কাছে। অন্যদিকে ইউরোর সেমিতে মোট পাঁচবার খেলে ফ্রান্স জিতেছিল তিনটিতে, হেরেছিল দুটিতে।

আরও পড়ুন : কানাডার বিপক্ষে সেমিতে মেসি খেলতে পারবেন কি না জানালেন স্কালোনি

এবারের ইউরোতে স্পেনই একমাত্র দল, যারা কিনা এখন পর্যন্ত অপরাজিত। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকয়টিতেই জিতেছে। ইউরোর ইতিহাসে এক আসরে কোনো দলই টানা ছয়টি ম্যাচ জিততে পারেনি। আজ ফ্রান্সকে হারালে সেই রেকর্ডটি গড়বে স্প্যানিশরা।

অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে চতুর্থবারের মতো ইউরোর ফাইনালে চোখ ফ্রান্সের। ১৯৮৪, ২০০০ ও ২০১৬ সালে ফাইনাল খেলেছিল তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।