নিজ জেলা ফেনীতে পৌঁছে পরিবার ও বন্ধুদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ হংকং ম্যাচে ঘোচাতে চান ১৮ বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন তার। নিজ জেলায় নতুনদের ফুটবলের প্রতি আগ্রহী করার লক্ষ্য ফাহামেদুলের। পাশাপাশি ইতালির লিগেও আরও বড় ক্লাবে খেলতে চান বলে জানিয়েছেন ফাহামেদুল।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষেই ভেঙেছে জাতীয় দলের ফুটবলারদের মিলনমেলা। প্রায় ২৩ হাজার দর্শকের সামনে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে হারাতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরে গেছেন হামজা-সমিতরা। বাংলার ফুটবলের আরেক কান্ডারী ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ছুটে যান ফেনী জেলায় প্রিয়জনদের কাছে। জাতীয় দলে অন্য সবার চেয়ে ফাহামেদুলের জায়গা পাওয়াটা ছিল একটু আলাদা।
মার্চ উইন্ডোতে সৌদি আরবে জাতীয় দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিয়েও কোচের পছন্দ না হওয়ায় ফিরে যান ইতালিতে। সমর্থকদের আন্দোলন ও বিক্ষোভের পর তাকে ফেরানো হয় দলে। গত ৪ জুন ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে তাকে অবহেলার যোগ্য জবাব দিয়েছেন ফাহামেদুল। তবে, এশিয়ান কাপ বাছাইয়ে পাননি প্রত্যাশিত সাফল্য। আক্ষেপ থাকলেও, তা ভুলে নতুন শুরুর অপেক্ষায় ইতালিতে বেড়ে ওঠা এই ফুটবলার।
ফেনীতে ফাহামেদুলের আসার খবরে ছুটে আসেন স্থানীয় কোচ ও বন্ধুরা। সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত হন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
ফাহামেদুল স্বপ্ন দেখেন লাল সবুজকে বিশ্ব মঞ্চে অনেক দূর নিয়ে যাওয়ার। ফুটবল তার রক্তে মিশে আছে। বাংলাদেশের ফুটবলের সোনালী অতীত ফেরাতে চান তিনি। ইতালির ঘরোয়া লিগেও আলো ছড়াতে চান। তাকে দেখে আরও ফুটবলাররা ফেনী থেকে উঠে আসবে বলেও বিশ্বাস ফাহামেদুলের।
তিনি বলেন, ‘আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যাশা ছিল যে আমরা ম্যাচটি জিতব। দিনটি হয়তো আমাদের ছিল না। পরবর্তীতে আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। ইউরোপের ফুটবল উচ্চ পর্যায়ের। আমি নিজের সেরাটা দিব যেন ইতালিতে ভালো ক্লাবে সুযোগ পাই। আমার জেলা ফেনী। ফেনী জেলার ফুটবলাররা উঠে আসুক, জাতীয় দলের জন্য খেলুক, ভালো ভালো ক্লাবগুলোর জন্য খেলুক। এটাই আমার আশা প্রত্যাশা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।