মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে পরাজিত করে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। ম্যাচের শেষ দিকে দুই মিনিটের ঝড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বসুন্ধরার খেলোয়াড়রা। তাতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের সেমি-ফাইনালেেএখন বসুন্ধরা কিংস।
সেমি-ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ হবে আগামী ১৮ এপ্রিল চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচের জয়ী দল।
আন্তর্জাতিক বিরতির পর ফেডারেশন কাপ দিয়ে মাঠ ফিরল ঘরোয়া ফুটবল। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকে দুই দলের কারো মধ্যে মরিয়া ভাব দেখা যায়নি। বরং সাবধানী ফুটবল খেলে তারা। ১৯ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতনের হেড যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। ৩০ মিনিটে সেলেমানি ল্যান্ড্রি জোরাল সাইড ভলি করেন, কিন্তু বল যায় সরাসরি আনিসুর রহমান জিকোর কাছে।
ম্যাড়মেড়ে প্রথমার্ধে কিছুটা উত্তেজনা ফিরে শেষ দিকে। ৩৪ মিনিটে সোমা ইতানির কর্নার সরাসরি জালে জড়ালে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ। যদিও ভিডিও রিপ্লেতে দেখা যায় ইতানির কর্নারে বল দোরিয়েলতনের মাথা ছুঁয়ে জালে জড়ায়।
পাল্টা জবাব দিতে দেরি করেনি কিংস। ৪১ মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে উঠে রবিনিয়ো বাইলাইনের কিছুটা উপর থেকে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। দোরিয়েলতন বুদ্ধিদ্বীপ্ত শটে স্বস্তি ফেরান কিংস শিবিরে।
দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই জমছিল না। অবশেষে দুই মিনিটের মধ্যে দোরিয়েলতন ও রবিনিয়োর ঝলকে ফিরে উত্তেজনা। ৭৯ মিনিটে রবিনিয়োর কর্নারে বক্সে আনমার্কড থাকা দোরিয়েলতনের হেডে এগিয়ে যায় কিংস।
৮১ মিনিটে দোরিয়েলতনের ছোট পাস কোনাকুনি শটে জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান রবিনিয়ো। ম্যাচের পাল্লা ঝুঁকে যায় কিংসের দিকে। এই জয়ে প্রতিযোগিতার শেষ চারে উঠে গেলো অস্কার ব্রুজনের শিষ্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।