ঢাকাSaturday , 12 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিজয় উদযাপন মোহামেডানের

BDKL DESK
April 12, 2025 10:45 pm
Link Copied!

সুলেমান দিয়াবাতের জোড়া গোলে শক্তিশালী বসুন্ধরা কিংসকে ২-১ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে গোল, লাল কার্ড, গ্যালারিতে দর্শক সংঘর্ষ ও খেলা বন্ধের ঘটনাসহ নানা নাটকীয়তা দেখা গেছে। তবে সবকিছু ছাপিয়ে ম্যাচের পর মোহামেডানের খেলোয়াড়দের ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উদযাপন মুহূর্তটি বিশেষ দৃষ্টিগোচর হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহামেডান। এরই ধারাবাহিকতায় ১৯ মিনিটে উজবেক মিডফিল্ডার মোজাফফরভের লম্বা পাসে প্রতিপক্ষ গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গোল করেন মালিয়ান ফরোয়ার্ড দিয়াবাতে। তবে ২৫ মিনিটে রাকিব হোসেনের গোলে সমতা ফেরায় কিংস। এই গোল নিয়ে মোহামেডানের খেলোয়াড়রা হ্যান্ডবলের অভিযোগ করলেও রেফারি তা আমলে নেননি।

প্রথমার্ধে পোস্টে বল লাগানোসহ বেশ কিছু সুযোগ নষ্ট করে মোহামেডান। বিরতির পর ৪৮ মিনিটে কিংস বড় ধাক্কা খায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিমন হোসেন। ১০ জনের কিংসের বিপক্ষে একের পর এক আক্রমণ চালালেও গোল পাচ্ছিল না মোহামেডান।

৭১ মিনিটে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোহামেডান কিপার হোসেন সুজনকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ ও দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে সাত মিনিট বন্ধ থাকে খেলা।

সব উত্তেজনার মাঝেও ম্যাচের নায়ক হয়ে ওঠেন দিয়াবাতে। ৮৫ মিনিটে সানডের পাসে বল পেয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন তিনি।

ম্যাচ শেষে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করে মোহামেডান খেলোয়াড়রা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাস অর্জন করেছে সাদা-কালোরা। অন্যদিকে, এই পরাজয়ে টানা ষষ্ঠ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেল বসুন্ধরা কিংস। এখন তাদের তাকিয়ে থাকতে হবে প্রতিদ্বন্দ্বীদের ফলাফলের দিকেও।
উল্লেখ্য, এই ম্যাচে কিংস তাদের নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়কে পায়নি। দলের মূল তারকা মিগেল ফিগেইরা ব্যক্তিগত কারণে ছিলেন ব্রাজিলে, আর ইনজুরিতে ছিলেন লেসকানো ও ইভান্স ইতি। ফলে কিছুটা দুর্বল দল নিয়েই মাঠে নামতে হয়েছিল তাদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।