ঢাকাSaturday , 18 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফিরে গেলেন সিডন্স, অন্তর্বর্তীকালীন কোচ কলিমোর-হেম্প

BDKL DESK
November 18, 2023 4:14 pm
Link Copied!

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন বোলিং কোচের দায়িত্বে কোরি কলিমোর আর ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ডেভিড হেম্প। এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে গেছেন জেমি সিডন্স।
শনিবার (১৮ নভেম্বর) বোর্ড মিটিং শেষে এসব জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি নবায়ন করেননি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন কোচ রঙ্গনা হেরাথ। এদিকে সপ্তাহখানেক পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এত অল্প সময়ের মধ্যে টাইগারদের জন্য বোলিং কোচ খুঁজে আনাও সম্ভব না।
তাই কিউই সিরিজের জন্য আপাতত বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ হয়েছেন বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং কোচ কোরি কলিমোর। এছাড়া এইচপির প্রধান কোচ ডেভিড হেম্পকেও যুক্ত করা হয়েছে ব্যাটিং কোচ হিসেবে।
এদিকে চুক্তির মেয়াদ শেষে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্স। প্রথম মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে সাকিব-তামিমদের ব্যাটিংয়ে ভালো ভূমিকা রেখেছিলেন তিনি। যার কারণে গত বছরের ফেব্রুয়ারিতে
কিন্তু চান্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর জাতীয় দল থেকে সরিয়ে দেয়া হয় সিডন্সকে। ভবিষ্যত তারকা তৈরি করার জন্য বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। এইচপির ব্যাটিং পরামর্শকও ছিলেন তিনি। এ নভেম্বরেই শেষ হবে তার চুক্তির মেয়াদ। তার আগেই নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। তবে প্রয়োজনে হলে আগামী বছর তাকে বিসিবি আবার ফেরাতে পারে বলে জানিয়েছেন জালাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।