ঢাকাThursday , 12 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফিফা র‍্যাঙ্কিংয়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে বাংলাদেশ

BDKL DESK
June 12, 2025 5:20 pm
Link Copied!

সবশেষ ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ‎‎যেখানে অপেক্ষাকৃত শক্তিশালী জর্ডানের বিপক্ষে ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল আফঈদা খন্দকারের দল। সেই ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেলে এবার র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।
বৃহস্পতিবার (১২ জুন) ফিফার সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ১০৯৯.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১২৮ নম্বরে। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৭.৫৫। এর আগে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩ নম্বরে।

জর্ডানের আম্মানে কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ৩১ মে প্রথম ম্যাচে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করার পর ৩ জুন ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের সঙ্গেও ২-২ গোলে ড্র করে পিটার বাটলারের দল। র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে ভালো করাতেই বলার মতো এগিয়েছে বাংলাদেশ।

ছয় বছরের মধ্যে নারী ফুটবলে বাংলাদেশের এটাই সর্বোচ্চ অবস্থান। ২০১৯ সালের মার্চে ১২৭ নম্বরে থাকা বাংলাদেশ ২০২২ সালে নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৪৭ নম্বরে। দেশের নারী ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ র‍্যাঙ্কিং ১০০। ২০১৩ ও ২০১৭ সালে দুবার ঠিক ১০০ নম্বরে উঠেছিল বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে ড্র করা ইন্দোনেশিয়ার মেয়েরা এক ধাপ পিছিয়ে নেমেছে ৯৫ নম্বরে। জর্ডানও পিছিয়েছে এক ধাপ, নেমেছে ৭৫-এ। যথারীতি র‍্যাঙ্কিংয়ে এক থেকে তিন নম্বরে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি। চার ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ব্রাজিল। আর আর্জেন্টিনার মেয়েরা ৩২ নম্বরে।

উল্লেখ্য, র‍্যাঙ্কিংয়ে সুখবর পাওয়া বাংলাদেশের চোখ এশিয়ান কাপ বাছাইয়ে। ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। সব ম্যাচ হবে মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে। বাছাই শেষে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দল পাবে মূল পর্বের টিকিট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।