সবশেষ চলতি বছরের মে মাসে ২২ গজ মাতিয়েছিলেন তামিম ইকবাল। এরপর আর তার দেখা মেলেনি। এই সময়ের মধ্যে তামিম ২২ গজে না নামলেও ছিলেন ক্রিকেটের সঙ্গেই। বাংলাদেশের ভারত সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন এই বাঁহাতি ব্যাটার। কমেন্ট্রি বক্সে চার-ছক্কা মেরে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
দীর্ঘ ছয় মাস বিরতি দিয়ে আবারও ২২ গজে ফেরার প্রস্তুতি শুরু করেন চলতি মাসে। কিন্তু সেখানে বাধা ছিল ফিটনেস। এ নিয়ে বিসিবি জানিয়েছিল তামিমকে ফিরতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। তবেই মিলবে খেলার অনুমতি। অবশেষে সেই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তামিম। পেয়েছেন খেলার অনুমতিও।
যার ফলে আসন্ন জাতীয় লিগের (এনসিএল) সংক্ষিপ্ত সংস্করণের মাধ্যমেই মাঠে ফিরবেন তামিম। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ায় এনসিএলে খেলতে আর কোনো বাধা নেই। এবার শুধু মাঠে নামার অপেক্ষা।
প্রিমিয়ার লিগের পর থেকেই ক্রিকেটের বাইরে তামিম। তবে মিরপুরে সর্বশেষ কয়েক সপ্তাহ অনুশীলনে ঘাম ঝরাতে দেখা যায় তাকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ডিসেম্বর থেকে সিলেটে হতে যাওয়া আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে দেখা যাবে বাঁহাতি এই ওপেনারকে।
বিপিএলের গত আসরে নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে প্রথমবারের মতো শিরোপ জিতিয়েছেন তামিম। এবারও তাকেই নেতৃত্বে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই তো বিপিএলে ২২ গজ মাতানোর আগেই প্রস্তুতি হিসেবে এনসিএলকেই বেছে নিয়েছেন দেশসেরা ওপেনার। জাতীয় লিগে তিনি ২২ গজ মাতাবেন চট্টগ্রাম বিভাগের হয়ে। এরপর বিপিএল মাতাবেন ফরচুন বরিশালের হয়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।