ঢাকাWednesday , 19 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাহমিদুলকে নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ক্যাবরেরা

BDKL DESK
March 19, 2025 5:38 pm
Link Copied!

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার অধীন বাংলাদেশ দল সৌদি আরবে এক সপ্তাহ ক্যাম্প করেছে এবং অনুশীলন ম্যাচও খেলেছে একটি। এরপরও আকস্মিকভাবে কোচ ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ায় সমর্থক-ফুটবলপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছেন।

টানা দ্বিতীয় দিনের মতো আজ ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন করছেন ভক্ত-সমর্থকরা। তবে এরই মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের ক্যাবরেরা অকপটেই জানিয়ে দিলেন, এখন আর ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই।

সৌদি আরব থেকে ক্যাম্প শেষে ফেরার পর গতকাল হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা ফাহমিদুলকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যায় বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’

ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাহমিদুল ইস্যুতে গতকালকের ব্যাখ্যাই দিয়েছেন ক্যাবরেরা, ‘আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷’

ফাহমিদুলকে নিয়ে সমর্থকদের আন্দোলনের মুখে গতকাল রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ফাহামিদুলের বাদ পড়া ইস্যুতে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন সমর্থকদের প্রতিনিধি দল।

প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় অনুশীলন সেশন রয়েছে বাংলাদেশ দলের। কাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন জামাল-হামজারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।