ঢাকাSunday , 2 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্লে-অফের আগে বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

BDKL DESK
February 2, 2025 10:04 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে শনিবার (২ ফেব্রুয়ারি)। ৪২ ম্যাচের এই পর্ব ঢাকা-সিলেট-চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের শেষ দিকে প্লে-অফে উঠা নিয়ে ছিল তুমুল উত্তেজান। শেষ চারের দৌড়ে কয়েকটি দল থাকলেও শেষ পর্যন্ত সেরা দলগুলোই জায়গা করে নিয়েছে প্লে-অফে।
গ্রুপ পর্বের শেষ দিনে এসে জয় নিয়ে খুলনা টাইগার্স নিশ্চিত করেছে তাদের প্লে-অফ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাদের জয় নিশ্চিত করেছে দুর্বার রাজশাহীর বিদায়। আবার একেবারে শেষ ম্যাচে এসে চিটাগাং কিংস বদলে দিয়েছিল প্লে-অফের সমীকরণ। কোয়ালিফায়ারে তারা খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। আর খুলনার প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

প্রায় দেড় মাস ধরে চলা ৪২ ম্যাচের লিগ পর্বে শেষে বাদ যাওয়া তিন দল দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। এদের মাঝে রাজশাহী এবং ঢাকা দলেই আছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক। এবারের বিপিএলে লিগ পর্ব শেষে সবচেয়ে বেশি রানের মালিক ঢাকার তানজিদ হাসান তামিম। আর সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন রাজশাহীর তাসকিন আহমেদ।

রানের তালিকায় সবার ওপরে থাকছেন তানজিদ তামিম। ঢাকা দলগতভাবে ব্যর্থ হলেও ব্যাট হাতে এবারের আসরে দারুণ সময় কেটেছে জাতীয় দলের এই ওপেনারের। ১২ ম্যাচের মাঝে ৫ ম্যাচে পঞ্চাশ পেরুনো ইনিংস খেলেছেন। আছে একটা সেঞ্চুরি। মোট রান ৪৮৫। গড় ৪৪ এর বেশি। ১৪১.৩৯ স্ট্রাইকরেটে ৪ ফিফটি আর ১ সেঞ্চুরি আছে তার।

খুলনার নাইম শেখ ৪৪৪ রান নিয়ে আছেন দুইয়ে। তিনি অবশ্য এলিমিনেটর ম্যাচে থাকছেন। সেখানে জিতলে আরও দুই ম্যাচ খেলার সুযোগ থাকবে তার সামনে। ৩ ফিফটি আর ১ সেঞ্চুরি তার ব্যাট থেকে। স্ট্রাইকরেট ১৪৮। টুর্নামেন্টে ৪০০ এর বেশি রান এই দুজনেরই।

দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় আছেন তিনে। তার রান ৩৯২। ১ সেঞ্চুরি আর ২ হাফ সেঞ্চুরি করা বিজয় এবারের আসরে খেলেছেন ১৩০ স্ট্রাইকরেটে। সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান করেছেন ৩৮৯ রান। চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্কের ব্যাটে আছে ৩৭৭ রান।

তাসকিন আহমেদের কাছ থেকে এবারের বিপিএল পেয়েছে রেকর্ডগড়া বোলিং ফিগার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক ইনিংসেই ছিল ৭ উইকেট। তাসকিন এবারের আসরে পেয়েছেন ২৫ উইকেট। বরিশালের বিদেশি পেসার ফাহিম আশরাফ দেশে ফেরার আগে পেয়েছেন ২০ উইকেট। রংপুর রাইডার্সের আকিফ জাভেদের ঝুলিতে আছে ১৯ উইকেট।

১৮ উইকেট পেয়েছেন চিটাগাং কিংসের দেশি পেসার খালেদ আহমেদ। রংপুরের খুশদিল শাহ এবং খুলনা টাইগার্সের আবু হায়দার রনি এখন পর্যন্ত টুর্নামেন্টে শিকার করেছেন ১৭ উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।