প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছে পুলিশ এফসি। শুক্রবার (২২ ডিসেম্বর) ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ রফিক উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে।
পুলিশ এফসির ফরোয়ার্ড ইবারগুয়েন গার্সিয়া খেলার ২২ মিনিটে প্রথম ও ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন। ইবারগুয়েন গার্সিয়া খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
এর আগে বিপিএলের গত মৌসুমে পুলিশ এফসির তৃতীয় স্থান লাভ সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।