ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচে একটি বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে সৃষ্ট হয়েছিল উত্তেজনার। ক্রিকেটারদের মাঝে হয়েছে বাকবিতণ্ডা। তাতে করে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল খেলা। উত্তেজনা ছাপিয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে প্রাইম ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সকে তারা ৩ উইকেটে হারায়। আগের দিনের এই ঘটনায় প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি।
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। ৪৮.৪ ওভারে দলটি ২১৬ রান সংগ্রহ করে। জবাবে ২৩ রানে টপ অর্ডার চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে প্রাইম ব্যাংক। এমন পরিস্থিতিতে ঘটে সেই বিতর্কিত ঘটনা। চার বলে মাত্র চার রান করা ইরফান শুক্কুর রান নিতে গিয়ে আল আমিন জুনিয়রের সরাসরি থ্রোতে রান আউট হন। সেই রান আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। একপক্ষ নিশ্চিত ছিল যে, ব্যাটিং প্রান্তে পৌঁছানোর আগেই শুক্কুর রান আউট হয়েছেন। অন্যপক্ষের দাবি, আউটটি যথেষ্ট পরিষ্কার ছিল না। এই সিদ্ধান্ত ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
ঘটনার সময় আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন শুক্কুর। পরে দলের প্রধান কোচ তালহা জুবায়েরও মাঠে প্রবেশ করেন এবং ম্যাচ রেফারির সঙ্গে দীর্ঘ আলোচনায় জড়ান। ফলে কিছুক্ষণ খেলা বন্ধও থাকে। যদিও শেষ পর্যন্ত্ ডাগ আউটে ফিরে যেতে হয় শুক্কুরকে। পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে ওঠে যে, ম্যাচ রেফারিকে হস্তক্ষেপ করতে হয়েছে। আম্পায়ারদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে পুনরায় শুরু হয় খেলা।
অশোভন আচরণের জন্য প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যানেজার দেব চৌধুরীও সমান অঙ্কের জরিমানা গুণেছেন। শুধু জরিমানাই নয়, শুক্কুরকে দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। এর আগে তার নামের পাশে ছিল ১টি ডিমেরিট পয়েন্ট। ফলে মোট ৪ পয়েন্ট হওয়ায় পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।