ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছেন ক্রিকেটাররা। আজ সোমবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এদিন আবাহনী লিমিটেডের মুখোমুখি তামিম ইকবালের প্রাইম ব্যাংক।
প্রথম দিনই ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। হঠাৎ অধিনায়ক বদলে ফেলেছে প্রাইম ব্যাংক। আজ শেরে বাংলায় আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলায় নেতৃত্বে থাকছেন না নিয়মিত অধিনায়ক তামিম।
খেলোয়াড়দের তালিকায় পরিষ্কার দেখা গেছে, তামিমের বদলে আজ সোমবার প্রাইম ব্যাংকের অধিনায়ক জাকির হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলা জাকির হাসান কেন তামিমের বদলে অধিনায়ক হলেন, তাৎক্ষণিকভাবে সেই কারণ জানা যায় নি।
তবে এই ম্যাচে প্রাইম ব্যাংকের একাদশে অর্ন্তভুক্ত হয়েছেন মুশফিকুর রহিম। ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে পারেননি উইকেটরক্ষক এই ব্যাটার। অবশেষে প্রায় এক মাস পর আজ তাকে প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামতে দেখা গেলো মুশফিককে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।