বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের প্রাইজমানি বাড়ানো হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। সব মিলিয়ে ৩ কোটি ২৮ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে এবারের বিপিএলে। টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
বিপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ কোটি টাকা, রানারআপ দল ৫০ লক্ষ টাকা। এবার দ্বিগুণ হয়েছে সেই অর্থ। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২ কোটি, আর রানারআপ পাবে ১ কোটি টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে ১০ লাখ, সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারীকে ৫ লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে। ফাইনালের ম্যাচসেরা পাবেন ৫ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা ফিল্ডারকে দেওয়া হবে ৩ লাখ টাকার প্রাইজমানি। সকালে, বিপিএল ট্রফি নিয়ে ফটোসেশন হয় ঐতিহাসিক আহসান মঞ্জিলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।