স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। বয়সভিত্তিক দলের খেলা হলেও গ্যালারিতে ছিলেন অনেক প্রবাসী ভক্ত। বিনামূল্য মাঠে বসে খেলা উপভোগের সুযোগ পেয়েছিলেন তারা।
তবে সময়টা নষ্ট হয়নি প্রবাসী দর্শকদের। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি দেখেছেন তারা। দেখেছেন মাহফুজুর রহমান রাব্বির দলের ১৯৫ রানের বিশাল জয় এবং শিরোপ উৎসব। তারাও মন খুলে তরুণদের শিরোপা উদযাপন করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের যুবারা ফাইনালে ওঠায় ম্যাচটি বিনা মূল্যে দেখা যাবে এই ঘোষণা আসে। রোববার সকাল থেকেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভিড় করেন আমিরাত প্রবাসীরা। দর্শকদের বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে মুখরিত হয় গ্যালারি। দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের উচ্ছ্বাস ছিল বাধ ভাঙা।
দুবাই বাংলাদেশ কনস্যুলাটে চলছে তিনদিনের বিজয় উৎসব ও বইমেলা। মেলার দ্বিতীয় দিন শনিবার টাইগার যুবাদের উৎসাহ দিতে গ্যালারিতে আসার অনুরোধ জানানো হয় বিজয় মঞ্চ থেকে। বিনামূল্য খেলা দেখার সুযোগ হাতছাড়া করেননি প্রবাসীরা। পুরস্কার হিসেবে সাক্ষী হন যুবদের প্রথম এশিয়া বিজয়ের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।