ঢাকাWednesday , 28 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে সাফ যুব ফুটবলের ফাইনালে নামছে বাংলাদেশ

Sahab Uddin
August 28, 2024 12:29 pm
Link Copied!

সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলের ফাইনাল আজ। প্রথম শিরোপায় চোখ বাংলাদেশের। ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আনফা কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে দুপুর পৌনে তিনটায়। ফাইনাল বলেই আছে অতিরিক্ত সময়। তাই আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে খেলা।
এর আগে তিনবার ফাইনাল খেলেও ছোঁয়া হয়নি ট্রফি। সবশেষ দু’বছর আগের ভুল এবার আর করতে চায়না বাংলোদেশ। পরিকল্পনার সফল বাস্তবায়নে কাজটা সহজ জানেন বাংলাদেশ কোচ।

সাফ যুব চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা ছিল ভারত। এবার সেই ভারতকে সেমিতে হারিয়ে মানসিকভাবে উজ্জীবিত লাল সবুজের তরুণরা।

ফাইনালের আগের দিন মূল ভেন্যুতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে ফুটবলারদের ইনজুরি আর কার্ড সমস্যা চিন্তায় রাখছে কোচকে। নিয়মিত অধিনায়ক ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আশঙ্কামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফাইনাল খেলতে পারছেন না। সেমি জয়ের নায়ক মোহাম্মদ আসিফে আস্থা দলের। লাল কার্ড দেখে মাঠের বাইরে কামাচাই মারমা।

স্বাগতিক নেপালও দারুন ছন্দে। গ্রুপ পর্বে হারিয়েছে বাংলাদেশকে। টুর্নামেন্টে ভারতের তিন শিরোপার চেয়ে এক কম নেপালের।

পরিবর্তিত পরিস্থিতিতে শিরোপা জিতে দেশবাসীর মুখে হাসি ফোটানোর আশা বাংলাদেশের তরুণ ফুটবলারদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।