আগে থেকে অনুমিত ছিল কোনোমতে দল গড়া চট্টগ্রাম আবাহনী খড়কুটোর মতো উড়ে যাবে বসুন্ধরা কিংসের কাছে। মাঠের খেলাতে তাই হয়েছে। ভ্যালেরি তিতার দলের সামনে একদম দাঁড়াতে পারেনি বন্দরনগরীর দল। কিংস ৭-০ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম আবাহনীকে। ফ্রান্সের জারেদ খাসা ও রাকিব হোসেন সর্বোচ্চ দুটি করে গোল করেছেন।
শুক্রবার কিংস অ্যারেনাতে শুরু থেকে প্রতিপক্ষকে সুযোগ দেয়নি কিংস। আক্রমণের পসরা মেলে একের পর এক গোল আদায় করতে থাকে।
ম্যাচের ৩ মিনিটে কিংস এগিয়ে যায়। মিগেলের পাস থেকে জারেদ খাসা গোলকিপারের পাশ দিয়ে প্লেসিং করে দেন।
২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মিগেলের পাসে ফয়সাল আহমেদ ফাহিম ফাঁকায় পেয়ে বক্সে ঢুকে গোলকিপারকে পরাস্ত করেন।
৬ মিনিট পর ফাহিমের পাসে মিগেল তৃতীয় গোল করে দলকে আরও এগিয়ে নেন।
৩৯ মিনিটে রাকিবের ক্রসে জারেদ খাসা সহজেই দলের হয়ে চতুর্থ গোল করেন। বিরতির পর আরও তিন গোল।
৭০ মিনিটে রিমনের ক্রসে মজিবর রহমান জনি সহজেই প্লেসিং করে দেন। ৭৩ মিনিটে রাকিব স্লাইডিং শটে দারুণ গোল করেন। ৮৪ মিনিটে রফিকুলের পাসে রাকিব আলতো টোকায় নিজের দ্বিতীয় ও দলের হয়ে সপ্তম গোল উপহার দেন।
বড় স্কোরলাইন রেখে প্রথম ম্যাচেই নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে কিংস। হেক্সা কিংবা ষষ্ঠ লিগ শিরোপা জয়ের মিশনে তাদের শুরুটা হয়েছে চোখে পড়ার মতোই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।