ঢাকাMonday , 4 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথমবারের মত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল

Sahab Uddin
November 4, 2024 10:22 pm
Link Copied!

দ্বিপাক্ষীক সিরিজ খেলতে প্রথমবারের মত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নারী চ্যাম্পিয়নশিপের পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামের (২০২৫-২০২৯ চক্র) সূচি ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি ওয়েবসাইটে প্রকাশিত ঐ সূচিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়াও ভারত ও পাকিস্তান সফর করবে টাইগ্রেসরা।

এছাড়া ২০২৫-২০২৯ চক্রে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

চার বছরের এই চক্রে দেশ-বিদেশ মিলিয়ে দ্বিপাক্ষিক সিরিজে ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

২০২৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ঐ সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এর আগে ২০২০ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো বাংলাদেশ।

২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষেও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

আসন্ন চক্রে ১১ দলের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে ৪শর বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরেও ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।

চলতি চক্রে এখনও দু’টি সিরিজ বাকি আছে বাংলাদেশের। এই মাসের শেষে দেশের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। প্রথমবারের মত ক্যারিবীয়ান মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।