এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষ ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। সেই সঙ্গে চূড়ান্ত পর্বের টিকিটের লড়াইয়ে টিকে রইলো লাল সবুজের কিশোররা।
শুক্রবার (২৫ অক্টোবর) নমপেনের প্রিন্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দলের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। জোড়া গোল করেন মোহাম্মদ মানিক, একটি গোল রিফাত কাজীর।
এ জয়ের ফলে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের বাছাইয়ে ‘বি’ গ্রুপে অন্তত রানার্সআপ হওয়ার সম্ভাবনা টিকিয়ে রইল বাংলাদেশের। আফগানিস্তান ও কম্বোডিয়ার মতোই বাংলাদেশের নামের পাশে রয়েছে ৬ পয়েন্ট। তবে বাকি দু’দলের ২টি করে ম্যাচ রয়েছে, বাংলাদেশের বাকি একটি। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়নরা যাবে মূলপর্বে, আবার ১০ গ্রুপের সেরা পাঁচ রানার্সআপ মূলপর্বের টিকিট পাবে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না সাইফুল বারী টিটুর শিষ্যদের। বিরতির ৫ মিনিট আগে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। এই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে রীতিমতো বিধ্বংসি সাইফুল বারী শীষ্যরা। বাংলাদেশের লিড দ্বিগুন করেন বদলি মোহাম্মদ মানিক। ৭১ থেকে ৭৪, তিন মিনিটে তিন গোল করে ৫-০ এগিয়ে যায় বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সালের সঙ্গে গোল উৎসবে যোগ দেন রিফাত কাজী। ৮১তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফয়সাল। চার মিনিট পর তুলে নেন নিজের চতুর্থ গোল। বাংলাদেশ পায় ৭-০ গোলের জয়। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ কিশোররা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।