প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন বাংলাদেশের ৫ ক্রীড়াবিদ। আগে থেকে আর্চ্যারি, শ্যুটিং এবং অ্যাথলেটিক্সে চূড়ান্ত হয়ে ছিলেন ৩ জন। চূড়ান্ত অনুমোদনে ভাগ্য সহায় হয়েছে দুই সাঁতারুর। গত দুই আসর থেকে এবার ক্রীড়াবিদ কমেছে বাংলাদেশের।
শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলেন চার ডিসিপ্লিনের ৬ জন কিন্তু ভাগ্য সহায় হয়েছে দুই জনের। তাও শুধু সাঁতার থেকে। প্যারিস অলিম্পিকে সুযোগ পেলেন সামিউল ইসলাম ও সোনিয়া খাতুন।
এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশের অলিম্পিক কন্টিনজেন্ট। এবার চার ডিসিপ্লিনে ৫ ক্রীড়াবিদ লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন। সবশেষ দুই আসর থেকে সংখ্যাটা কম! রিওতে ৭ আর টোকিওতে গিয়েছিলেন ৬ জন।
সব ডিসিপ্লিনে লক্ষ্য নিজেদের আগের ফলকে ছাড়িয়ে যাওয়া, যেখানে স্কোর বা টাইমিংটাই চ্যালেঞ্জ। সবশেষ যে দুজন সাঁতারু অলিম্পিকে সুযোগ পেলেন, তারা এখন দু’দেশে। ফিনার বৃত্তিতে বছরখানেক ধরে থাইল্যান্ডে সামিউল। বড় মঞ্চে চ্যালেঞ্জটাও বড়। অলিম্পিকের জন্যই নিজেকে প্রস্তুত করছেন।
আরেক সাঁতারু সোনিয়া খাতুন দেশে, তবে রাজধানী নয় বিকেএসপিতে। ঢাকায় সাঁতারের দৃষ্টিনন্দন স্থাপনা আছে, আছে দৃশ্যমান সুযোগ-সুবিধা। তবু কিছুই কাজে আসছে না। ফেডারেশনের দাবি, মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ক্যাম্প করার মতো অবস্থা নেই। বর্তমানে বিকেএসপিতে চলছে সোনিয়াসহ দেশের বাকি সাঁতারুদের ক্যাম্প।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।