ঢাকাSunday , 16 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পোল্যান্ডকে হারিয়ে উড়ন্ত সূচনা নেদারল্যান্ডসের

Sahab Uddin
June 16, 2024 10:02 pm
Link Copied!

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পোল্যান্ডের মুখোমুখি হয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ ব্যবধানে হারালো ডাচরা। ডাচদের হয়ে দুটি গোল করেন গাকপো ও বেঘহর্স্ট। দীর্ঘদিন কোন বড় ট্রফি জেতা হয়নি ডাচদের। সে লক্ষ্যে রোনাল্ড কোয়েম্যানের দল বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ডাচরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিভারপুল তারকা গাকপোর শট রুখে দেন পোলিশ গোলরক্ষক সিজনি। পুরো মাঝমাঠ দখল নিয়ে খেলতে থাকে ডাচরা।
ম্যাচের ৯ মিনিটে রেইনার্ডের শট একটুর জন্য গোলবার ঘেষে বেরিয়ে যায়। বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচের প্রথম গোলটি পায় পোল্যান্ড। কর্নার থেকে জিয়েলেন্সকির বাড়ানো বলে দুর্দান্ত হেডে গোল করেন তুর্কিশ লিগে খেলা এডাম বুকসা।
গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকা ডাচরা ২২ মিনিটে দারুণ সুযোগ পায়। কিন্তু মেম্ফিস ডেপায়ের বুলেট গতির শট গোলবারের উপর দিয়ে চলে যায়। তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি নেদারল্যান্ডসকে।
২৯ মিনিটে গাকপোর দূরপাল্লার শট পোলিশ ডিফেন্ডারের পায়ে লেগে জালে প্রবেশ করলে সমতায় ফেরে তারা। ৩২ মিনিটে পোল্যান্ডও পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। জ্যাকোব কিউইর শট দারুণ ভঙ্গিমায় রুখে দেন ডাচদের ২১ বছর বয়সী গোলরক্ষক। ১-১ এ সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে নেদারল্যান্ডস। ম্যাচে ৫৪ মিনিটে জাভি সিমন্সের শট বাইরে চলে গেলে গোল বঞ্চিত হয় ডাচরা। ৭০ মিনিটে ইন্টার রাইট ব্যাক ডামফ্রিসের শট দারুণ ভঙ্গিমায় রুখে দেন সিজনি। ৭৩ মিনিটে আবারো গোলের সুযোগ পায় নেদারল্যান্ডস। এবার ডি ভ্রিজের হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়।
৮৩ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি আসে বেঘহর্স্টের কাছ থেকে। বদলি হিসেবে নেমে ডিবক্সের ভেতর দারুণ শটে গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে শেষ ১১ ম্যাচে এটি তার ৭ম গোল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।