সিলেট টেস্টে লজ্জার পরাজয়ের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে চট্টগ্রামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শনিবার (৩০ মার্চ) সিরিজের দ্বিতীয় ও টেস্টের প্রথম দিন শেষ হয়েছে। আর প্রথম দিনেই দাপট দেখিয়েছেন সফরকারী দলের ব্যাটাররা। দিন শেষে ৪ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা দল।
এককথায় তিন ইনিং জুড়েই বাংলাদেশের বোলিং লাইনআপকে শাসন করেছে শ্রীলঙ্কার ব্যাটাররা। দলের হয়ে এদিন টেস্ট অভিষিক্ত হাসান মাহমুদ তুলে নিয়েছেন ২ উইকেট। এছাড়া ১ উইকেট সংগ্রহ করেছেন সাকিব আল হাসান।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস পেসারদের নিয়ে বলেন, ‘তরুণরা অভিষেকে ভালো করছে। (নাহিদ) রানা আগের ম্যাচে দারুণ করেছে। সে সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কখনও পিছিয়ে থাকতে চায়। আজকে হাসানও দারুণ বোলিং করেছে। সে বেশ নিয়ন্ত্রণের সাথে বোলিং করেছে। তরুণ বোলার, দারুণ প্রতিভাবান। আমি দারুণ রোমাঞ্চিত তাদের নিয়ে। খালেদের নেতৃত্বে তাদের আরও অনেক উন্নতি করার সুযোগ আছে।’
অভিষেক হওয়া হাসানকে নিয়ে অ্যাডামস বলেন, ‘সে দারুণ বোলিং করেছে। সে নিজের লাইন, লেন্থ ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। গতিও ভালো ছিল। সে শারীরিকভাবেও প্রস্তুত আছে। সে দারুণ এক্সাইটিং একজন বোলার। সিম মুভমেন্ট আছে ভালো, সুইং আছে গতি আছে। একজন তরুণ পেসার হিসেবে যা চাইতে পারেন তার সবই তার মধ্যে আছে।’
দলে থাকা চার পেসারের সাথে কাজ নিয়ে অ্যাডামস বলেন, ‘কীভাবে সাফল্য পেতে হবে, কীভাবে আরও ধারাবাহিক হওয়া যাবে এসব নিয়েই কথা হয়েছে। আমার মনে হয় এটাই টেস্ট ক্রিকেটের সিক্রেট। চাপের মধ্যে আপনি কতটা ধারাবাহিক থাকতে পারেন। ফ্ল্যাট উইকেটে কাজটা কঠিন হয়ে যায়। ফলে সেখানে ধারাবাহিক থাকাটা জরুরি। কী কথা হয়েছে তা এখানে বলতে পারছি না। তবে এসব নিয়েই ছিল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।