আওয়ামী লীগ আমলে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড পূর্বাচলে শেখ হাসিনার নামে ‘দ্য বোট’ স্টেডিয়াম করার পরিকল্পনা এঁটেছিল। আজ শনিবার (৩১ আগস্ট) সেটির দরপত্র চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু নৌকা আকৃতির সে বিশাল স্টেডিয়ামের দরপত্র বাতিল করা হয়েছে।
গত বৃহস্পতিবারই এই দরপত্র বাতিলের কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সভাপতি হিসেবে নিজের প্রথম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনেই তা জানান তিনি।
ফারুক আহমেদ বলেছিলেন, বিশাল আকৃতির স্টেডিয়াম না হলেও পূর্বাচলের জায়গায় ক্রিকেট মাঠ করার পরিকল্পনা বাতিল হয়নি। সেখানে অন্তত একটি ক্রিকেট মাঠ নির্মাণের কথা জানিয়েছিলেন ফারুক।
যে কথা সেই কাজ। আজ শনিবার সকালে বিসিবি অভিভাবক পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে যান। সেখানে ফারুক আহমেদ বলেন, ‘আমরা আপাতত ৫টি মাঠ সংস্কার এবং উন্নত করার সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে পূর্বাচলে একটি মাঠ তৈরির কাজও অন্তর্ভূক্ত হবে।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা এটাকে (পূর্বাচল) তাড়াতাড়ি মাঠের আকৃতি প্রদান করাই প্রধান কাজ। স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল, এটা অবশ্যই করা হবে। আমরা ধাপে ধাপে এগুলো করবো।’
ফারুক জানান, দুটি মাঠ নির্মাণের কথা থাকলেও পূর্বাচলে আপাতত একটি মাঠ নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘এখানে দুইটা মাঠ করার অনুমতি ছিল। বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা দিতে পারবো না। সেজন্য এখানে আমরা প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করবো। তারপর পাশের মাঠটা চেষ্টা করবো। আপনারা শিগগিরই দেখতে পারবেন মাঠের কাজ শুরু হয়েছে।’
স্টেডিয়ামটির নামকরণ কী হবে? সেটা কি পদত্যাগ করা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই থাকবে?
সাংবাদিকদের এই প্রশ্নর জবাবে বিসিবি প্রধান বলেন, ‘এটা ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয় মিলে একটা সিদ্ধান্ত হবে।’
ইতিমধ্যেই পূর্বাচল স্টেডিয়ামে বিসিবি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ফারুক আহমেদ চান সেখানে অন্তত একটি মাঠ নির্মাণ করতে।
তিনি বলেন, ‘ইতিমধ্যে একটি পরামর্শের মাধ্যমে বিনিয়োগ হয়ে গেছে। বড় কোনো পরিবর্তন না করেই এই সিদ্ধান্ত হয়েছে।’
প্রথমত, মাঠ ও ড্রেসিং রুম নির্মাণ তৈরির কথা বলেন বিসিবি সভাপতি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।